বাংলাদেশের খবর

আপডেট : ০১ October ২০১৮

সুসানে গীতি দেশের প্রথম নারী মেজর জেনারেল

পদে প্রথম নারী মেজর আর্মি মেডিকেল কর্পের অধ্যাপক সুসানে গীতি


বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে প্রথম নারী হিসেবে পদোন্নতি পেয়েছেন আর্মি মেডিকেল কর্পের অধ্যাপক সুসানে গীতি। গতকাল রোববার সেনাবাহিনীর সদর দফতরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন বলে এক বিবৃতিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বর্তমানে সুসানে গীতি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন।

সুসানে গীতির স্বামী ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আসাদুল্লাহ মো. হোসেন সাদ একজন সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন। সুসানে গীতি ১৯৮৫ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদে যোগদান করেন। তিনি ১৯৯৬ সালে দেশের প্রথম নারী হিসেবে হেমাটোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১