বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০১৮

লালদীঘি ময়দানে সমাবেশ করবে বিএনপি

শনিবার চট্টগ্রামের কাজীর দেউরির নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ছবি: বাংলাদেশের খবর


চট্টগ্রামের লালদীঘি ময়দানে আগামী ৪ অক্টোবর বৃহস্পতিবার সমাবেশের ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। শনিবার নগরীর কাজীর দেউরির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত এবং নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা ও তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের প্রতিবাদে লালদীঘিতে ৪ অক্টোবর বিকেল ৩টায় সমাবেশ করবে বিএনপি।

শাহাদাত হোসেন বলেন, খালেদা জিয়াকে মিথ্যা-মামলায় কারাগারে বন্দি করার পর বাংলাদেশের তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্টেও গ্রেনেড হামলার মামলায় ফাঁসানোর অপচেষ্টা চলছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২১ আগস্টের সেই মামলায় তারেক রহমানের নাম ছিল না। ২০০৯ সালে সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভূক্ত করা হয়। আওয়ামী লীগের মদদপুষ্ট পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আখন্দকে ব্যবহার করে এ মামলায় তারেক রহমানকে ফাঁসানো হয়েছে।

চট্টগ্রাম বিএনপি’র সভাপতি শাহাদাত বলেন, জাতীয় সংসদসহ সবগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অনুগত নির্বাচন কমিশন এবং প্রশাসনের সহায়তায় দখল করে রেখেছে আওয়ামী লীগ সরকার। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের মত-প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ক্ষমতা কুক্ষিগত করার জন্য সরকার যা যা দরকার অন্যায়ভাবে তা তা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, বিএনপি নেতা ইস্কান্দর মির্জা, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১