বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০১৮

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টাইম’


পরিচালক শেখ সামাদ এবার নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টাইম’। এটি তার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রথমটি তিনি নির্মাণ করেছিলেন ‘আর কতদূর’ নামে রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা নিয়ে। টাইম একটি বাস্তব ঘটনার প্রতিচ্ছবি। যে ঘটনায় উঠে আসে মধ্যবিত্ত পরিবারের কন্যা রিতার জীবন-কাহিনী। পড়ালেখায় সে খুব ভালো। তার সাধনা পড়ালেখার মাধ্যমে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে। তাই সে বিসিএস পরীক্ষার জন্য নিজেকে তৈরি করে। একদিন সে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য মামার সঙ্গে ঢাকায় আসে। মামার উদাসীনতায় এবং খামখেয়ালিপনায় বিসিএস পরীক্ষার কেন্দ্র ভুল করে। এভাবে কেন্দ্র খুঁজতে খুঁজতে সময় পার হয়ে যায়। অবশেষে যখন পরীক্ষার কেন্দ্র খুঁজে পায়, তখন মূল গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গেটে দাঁড়িয়েই আহাজারি করে মেয়েটি। এভাবেই গল্প এগিয়ে যায়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র টাইম-এ অভিনয় করেছেন লিয়া মাহমুদ, আমিন, রাবেয়া মেহজাবীন, সেলিম রেজা, শ্রাবণী, প্রমি, শাহদৌলা দিপু, শংকর বধু, আসলাম রাজ প্রমুখ। চিত্রগ্রহণ লাল মোহাম্মদ।

শাহী ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে টাইম। পরিচালক শেখ সামাদ জানান, এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। ১৮ মিনিট ব্যাপ্তির এই শর্টফিল্মটি সাবটাইটেল করে আন্তর্জাতিক উৎসবেও পাঠাবেন বলে জানান পরিচালক। শর্ট ফিল্মটিতে একটি গান আছে। গেয়েছেন বিপাসা। আর সুর দিয়েছেন প্লাবন চৌধুরী। পরিচালক শেখ সামাদ নির্মিত প্রথম শর্টফিল্ম ‘আর কতদূর’ দর্শকের মনে দাগ কেটেছিল। তিনি আশা করছেন টাইমও দর্শকমন স্পর্শ করবে। শর্টফিল্মটি শিগগির যে কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১