আপডেট : ২৯ September ২০১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তনে আজ শনিবার যোগ দেবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে তার। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য দেশরত্ন শেখ হাসিনা হল ও ছাত্রদের জন্য শহীদ এএইচএম কামারুজ্জামান হল দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আবদুস সোবহান, শুভেচ্ছা বক্তব্য দেবেন কোষাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান আল-আরিফ। এর পর সমাবর্তন বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে সম্মানসূচক ডিলিট ও অভিজ্ঞানপত্র দেবেন রাষ্ট্রপতি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টায় নিবন্ধিত গ্র্যাজুয়েটদের আসন গ্রহণ হবে, বিকাল ৩টায় সমাবর্তন শোভাযাত্রা বের হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১