বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০১৮

২৪ ঘন্টায় ৫৯ জন আটক

সাতক্ষীরায় চলছে গণগ্রেফতার

সাতক্ষীরা ম্যাপ


সাতক্ষীরায় পুলিশ অভিযান চালিয়ে ৫৯ জন আসামী কে গ্রেফতার করেছে। তাদের সবাইকে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার সন্ধা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। সাতক্ষীরা বিশেষ শাখার পরিদর্শক আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

সাতক্ষীরার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় ৪৮০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, অভিযানে সাতক্ষীরা সদরে ১০ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৪ জন, কালিগঞ্জে ৮ জন, শ্যামনগরে ৯ জন, আশাশুনিতে ৯ জন, দেবহাটায় ৬ জন এবং পাটকেলঘাটা থানায় ৭ জন।

আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১