বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০১৮

নৌবাহিনীর টেস্ট ফায়ারিংয়ের সময় দুই নাবিক নিহত

বঙ্গোপসাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় ‘দুর্ঘটনায়’ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন সংগৃহীত ছবি


বঙ্গোপসাগরে নৌবাহিনীর টেস্ট ফায়ারিংয়ে কার্তুজ বিস্ফোরণ হয়ে দুই নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সীমানার বাইরে গভীর সাগরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, নৌবাহিনীর একটি জাহাজে গভীর সাগরে গিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা। টেস্ট ফায়ারিং চলাকালে 'বিএনএস তিতাস' নামে নৌবাহিনীর একটি জাহাজে কার্তুজের বাক্সে একটি গুলি পড়লে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন নাবিক আহত হন।

পরে দু'জনের মৃত্যু হয়। আহত ৫ জনকে নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত দুইজন জুনিয়র কমিশনড অফিসার বলে জানায় আইএসপিআর।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১