আপডেট : ২৫ September ২০১৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মেসী দিবস উদযাপন করা হয়েছে। "Pharmacists your medicines experts" এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ ও রক্তচাপ নির্ণয় সেবা প্রদান করেন এবং একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শোভাযাত্রাটি শান্ত চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার শান্ত চত্বরে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান। এসময় বিভাগের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১