বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৮

জনসভার তারিখ পেছাল বিএনপি


রাজধানীতে জনসভার তারিখ দুইদিন পিছিয়েছে বিএনপি। আগামী বৃহস্পতিবার রাজধানীতে জনসভার ঘোষণা দিয়েছিল দলটি। এ তারিখ পরিবর্তন করে শনিবার জনসভার নতুন তারিখ ঘোষণা করেছে দলটি।

আজ মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে জনসভা সফল করার জন্য আহ্বান জানানো হলো।

এর আগে সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৭ সেপ্টেম্বর জনসভার ঘোষণা দেন রিজভী। তিনি বলেছিলেন, আগামী ২৭ সেপ্টেম্বর নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করা হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১