আপডেট : ২৪ September ২০১৮
জাতীয় ঐক্য প্রক্রিয়াকে ‘জগাখিচুড়ি ঐক্যফ্রন্ট’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এই জগাখিচুড়ি ঐক্য বেশিদিন টিকবে না। তাই তাদের কাছ থেকে কিছু আশা করাটা বিএনপির জন্য দুঃস্বপ্ন। সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি কক্সবাজার শহরের কলাতলী মোড়ে একটি রেস্টুরেন্টের উদ্বোধন করেন। কাদের আরও বলেন, ঢাকা থেকে কক্সবাজার আসা পর্যন্ত সড়ক পথে যেসব পথসভা হয়েছে সেগুলোর একটার সমান জমায়েত করার ক্ষমতা বিএনপি বা জাতীয় ঐক্য কারোরই নেই। তাই তাদের অর্ন্তজ্বালা শুরু হয়ে গেছে। পর্যটন শিল্প বিকাশের ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নে জওয়াবে মন্ত্রী বলেন, সরকার পর্যটন শিল্প বিকাশে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে । এ জন্য কক্সবাজারে মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছে। মেরিন ড্রাইভ সড়ক প্রসস্তকরণ, সড়কের পাশে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সমুদ্র সৈকত যাতে দৃশ্যমান হয় সেজন্য সড়ক পরিবহনের মাধ্যমে পরিকল্পনা নেয়া হচ্ছে। এছাড়াও আমরা বেসরকারি উদ্দ্যোক্তাদের উৎসাহিত করছি, যাতে করে পর্যটন উন্নয়নে এগিয়ে আসে। মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশে বিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ সর্বক্ষেত্রে উন্নয়ন করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, মাতৃকালীন ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা পাচ্ছে সাধারণ মানুষ। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ থেকে বেশ কয়েকটি পুরস্কার দিয়েছে। বিশ্বের ক্ষমতাধর দুই নারীর মধ্যে একজন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংসদ সদস্য আবদুর রহমান বদি, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। দুপুরে বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১