আপডেট : ২৪ September ২০১৮
চট্টগ্রামের পটিয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বন্যা বড়ুয়া (৩০) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত বন্যা পটিয়ার হুনাইনপুরা এলাকার রণজিত্ বড়ুয়ার মেয়ে। তিনি মনসা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন।
এএসআই আলাউদ্দিন জানান, গাড়ির ধাক্কায় আহত বন্যাকে হাসপাতালে আনা হলে সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১