আপডেট : ২৪ September ২০১৮
গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযুদ্ধের ভ্রাম্যমান যাদুঘরে উচ্ছাসিত উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ যাদুঘরটি ওই বিদ্যালয়ে অবস্থান নেয়। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান আরমান জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে উপস্থাপনের জন্য স্থানীয় প্রশাসনের এই উদ্যোগ। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রচুর আগ্রহ লক্ষ্য করা গেছে। ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ যাদুঘরটি বিদ্যালয়ে অবস্থান করার পর তারা খুব উচ্ছাসিত ছিল। এই মহতি উদ্যোগের জন্য স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একেএম মাহফুজুল হক, ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ যাদুঘরের কর্মসূচি কর্মকর্তা রঞ্জন কুমার সিন্হা, মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন, প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, সদস্য বেলায়েত হোসেন প্রমুখ।
ছবি : বাংলাদেশের খবর
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১