বাংলাদেশের খবর

আপডেট : ২৪ September ২০১৮

দুর্নীতিবাজরা সরকারবিরোধী জোট বেঁধেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুদখোর-ঘুষখোর, খুনিরা একত্র হয়ে জোট গড়েছে। তবে তাদের গড়া এই জোট নয়, বরং বাংলাদেশের জনগণ আবারও আওয়ামী লীগকেই নির্বাচিত করবে। দুর্নীতিবাজদের এই জোট কী করে দুর্নীতির বিরুদ্ধে লড়বে?

রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হোটেল হিলটনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য দুর্নীতিবাজরা জোট বেঁধেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, মানুষ শান্তিতে থাকলে বিএনপি অশান্তিতে থাকে। যারা মানুষ হত্যাকারীদের সঙ্গে জোট করতে পারে, তাদের মুখে দেশের স্বার্থের কথা মানায় না। দেশের উন্নয়ন চাইলে আগামীতেও নৌকাকে বিজয়ী করতে হবে।

উল্লেখ্য, জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে, নিউ ইয়র্কে আছেন প্রধানমন্ত্রী। বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সন্ধ্যা ৭টায় যোগদেয়ার কথা রয়েছে তার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১