বাংলাদেশের খবর

আপডেট : ২৩ September ২০১৮

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ভর্তি আবেদন শুরু মঙ্গলবার

ঢাকা কলেজের প্রধান ফটক সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজে অনলাইনের মাধ্যমে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর বেলা ২টায় উপাচার্য মো. আখতারুজ্জামান এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করবেন।

আগামী ২৫ অক্টোবর এ আবেদন প্রক্রিয়া শেষ হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য www.7collegedu.com  ওয়েবসাইটে জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো হল- ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১