আপডেট : ২৩ September ২০১৮
ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করছেন বলিউড সুন্দরী কারিনা কাপুর। কারিনা অভিনীত ‘ভিরে ডি ওয়েডিং’ ছবিটি দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। ছবিটিও আলোচিত বিভিন্ন মহলে। বক্স অফিসে প্রায় ১৩৯ কোটি রুপি ব্যবসা করেছে ছবিটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। এসবের মাঝে সম্প্রতি সাইফ আলী খানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন কারিনা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সাইফ আমার জীবনে বা ব্যক্তিত্বে অনেক কিছু যোগ করেছে। ও আমাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেনি। আমি যেমন আমাকে তেমনই থাকতে দিয়েছে। তেমনভাবেই মানিয়ে নিয়েছে আমাকে। আমাদের সম্পর্কটা ঠিক বন্ধুর মতো।’ ছেলে তৈমূরের জন্মের পর অনেক বেশি সময় একসঙ্গে কাটান সাইফ-কারিনা। দুজন মিলেই ছেলের দায়িত্ব নিয়েছেন। কারিনা মনে করেন, সাইফের সঙ্গে থেকে কারিনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। গণমাধ্যমে খোলামেলা আলাপকালে এমনটিই জানিয়েছেন কারিনা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১