বাংলাদেশের খবর

আপডেট : ২১ September ২০১৮

চাটমোহরে আট বসতবাড়ি পুড়ে ছাই

বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয় সংগৃহীত ছবি


পাবনার চাটমোহরে অগ্নিকান্ডে আটটি বসতবাড়ি পুড়ে প্রায় ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি গ্রামে। জানা গেছে, খতবাড়ি পশ্চিমপাড়া আহম্মদ আলী মাস্টারের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পাশেই অপর তিন ভাই ওসমান গণি, আইয়ুব আলী ও সোহেল রানার বসতবাড়ির ঘরে রাখা ধান চাউল, ফসলাদি, আসবাবপত্র, গরু ছাগলসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস স্টেশন ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১১ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা ইউএনও সরকার অসীম কুমার, সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল, থানার ওসি (প্রশাসন) মো. বদরুদ্দোজা বাবু, ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১