বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০১৮

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

চৌদ্দগ্রাম ম্যাপ


কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার সকালে গুণবতী ব্রাক অফিস ও মহাসড়কের টাইমস্ স্কয়ার এলাকায় পৃথক ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এএসআই রেজাউল করিম।

নিহতদের মধ্যে একজন হলেন গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ি গ্রামের হাফেজ মোঃ হানিফের পুত্র সিএনজি চালক সবুজ মিয়া(২২)। অপরজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালে সিএনজি অটোরিকশায় গ্যাস ভর্তি করতে সবুজ দ্রুতগতিতে অটোরিকশা নিয়ে মহাসড়কের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গুণবতী ব্রাক অফিস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলে চালক সবুজ নিহত হন। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টাইমস্ স্কয়ার দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১