আপডেট : ১৯ September ২০১৮
অদ্ভুত আমরা, কখনো কখনো অদ্ভুতভাবে প্রকাশ পায় আমাদের চিন্তাচেতনা। তখন আমরাই হয়ে উঠি আমাদের শত্রু। এবারের এশিয়া কাপ ক্রিকেট চলাকালে এমনই অদ্ভুত ও ভিত্তিহীন এক গুজব ছড়িয়ে দেই আমরাই। আর সেটা বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। যে আসরে শিরোপা লাভের জন্য বাংলাদেশ ছাড়াও খেলছে ওয়ানডে ক্রিকেটের তিন বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। গুজব উঠেছিল, মেয়ের অসুস্থতার কারণে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। ফলে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তার। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে জড়িয়ে ভিত্তিহীন এমন সংবাদে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি দলের অন্য সদস্যরাও কিছুই জানেন না এ বিষয়ে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। প্রসঙ্গত সাকিবের প্রশ্ন উঠলে বেশ অবাক হন তিনি। স্বভাবসুলভ হাসি দিয়ে অবাক কণ্ঠে উত্তর দেন, ‘আমি তো কিছুই জানি না। এইমাত্র আপনাদের কাছেই শুনলাম।’ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ জিতে শুভসূচনা করে বাংলাদেশ। তবে সে ম্যাচেই বাঁ হাতের কব্জিতে চোট পেয়ে আসর থেকে ছিটকে পড়েন ওপেনার তামিম ইকবাল। এ ছাড়া ইনজুরি নিয়ে খেলেছেন মুশফিকুর রহিম ও সাকিব। গতকাল মঙ্গলবার দেশে ফিরে আসেন তামিম ইকবাল। তামিমের পর আরেক সিনিয়র ক্রিকেটার সাকিবেরও দেশে ফেরার খবর শুনে হতাশ হন সমর্থকরা। তবে এমন সংবাদ যে শুধুই গুজব ছিল তা জানিয়ে বিসিবি ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশের একটি অনলাইন পোর্টাল সোমবার রাতে জানায়, দুবাইয়ে বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশের টিম হোটেলে থাকা সাকিবকন্যা আলাইনা হাসান অব্রি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে দেশে রেখে যেতেই ফিরতে হচ্ছে সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডারকে। অনলাইনটি আবার এমন খবরের সূত্র হিসেবে সাকিবের এজেন্ট ‘এন নাইন’কে ব্যবহার করেছে। তবে এমন ভিত্তিহীন সংবাদে চটেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি। সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, যেসব সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করে তাদের দায়িত্বজ্ঞানের অভাব রয়েছে। পাশাপাশি সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাকিবের মেয়ে সুস্থ আছে। আর সে দেশেও ফিরছে না। যারা এমন সংবাদ করে তাদের শোকজ করা উচিত। আগামীকাল বৃহস্পতিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। আর এই গ্রুপ থেকে বাংলাদেশ ও আফগানিস্তান সুপার ফোর নিশ্চিত করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১