বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০১৮

দোকানের সামনে গাড়ি রাখায় পিটিয়ে হত্যা!

আশুলিয়ার ম্যাপ


আশুলিয়ায় দোকানের সামনে গাড়ি রাখায় চালককে দোকান মালিক পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকার মেসার্স জুয়েল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত আসলাম পাঠান (৪৫) মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বাড়ইখালী খোরা কলেজ এলাকার মো. রশিদ পাঠানের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত মালিক ও তার ভাই পলাতক। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে মেসার্স জুয়েল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জুয়েলের সঙ্গে আসলামের বাগবিতণ্ডা হয়। এ সময় জুয়েল ও তার ভাই রুবেল আসলামকে রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। একপর্যায়ে আসলাম মাটিতে লুটিয়ে পড়েন। কোনো সাড়া-শব্দ না করায় তাকে ভ্যানে করে গণস্বাস্থ্য হাসপাতালে পাঠান জুয়েল ও তার ভাই রুবেল। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আসলামকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার এসআই বিজন কুমার দাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে দোকান মালিক ও তার ভাই পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১