বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০১৮

আদালতের নিষেধাজ্ঞা অমান্য

সাতক্ষীরার সাবেক ডিসি এসি-ল্যান্ড ও ইউএনওর দণ্ড

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন ও আশাশুনির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা ছবি : বাংলাদেশের খবর


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন ও আশাশুনির সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানাসহ তিনজনকে তিন মাস করে দেওয়ানি কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আশাশুনি আদালতের সিনিয়র সহকারী জজ সাবরিনা চৌধুরী এ রায় দেন। দণ্ডিতদের মধ্যে অপরজন হলেন আশাশুনি সদরের সহকারী ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) কামাল হোসেন। জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিস কেস ১৩/২০১৭ থেকে উদ্ভূত দেওয়ানি ৬০/২০১৭-এর এক নির্দেশে ২০১৭ সালের ২৬ জুলাই আদালত ১ একর ৬৮ শতাংশ জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। বাদী আশাশুনি উপজেলার ননী বালা হালদারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জেলা প্রশাসক ও ইউএনও পরস্পর যোগসাজশে ওই জমিতে বিবাদী পক্ষকে যেতে সহায়তা করেন। এতে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের ঘটনা ঘটে। গতকাল এ বিষয়ে শুনানি শেষে সিনিয়র সহকারী জজ (আশাশুনি আদালত) তাদের তিনজনকে উল্লিখিত দণ্ড দেন। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এই আদেশ লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়েছেন আদালত।

গত ২৬ জুলাই ২০১৬ থেকে ২০১৮ সালের ৬ মার্চ পর্যন্ত সাতক্ষীরার জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন আবুল কাসেম মো. মহিউদ্দিন। বর্তমানে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। অন্যদিকে আশাশুনির সাবেক ইউএনও সুষমা সুলতানা বর্তমানে নরসিংদীর এডিসি হিসেবে কর্মরত।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১