বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০১৮

শিগগিরই হচ্ছে জবির ১ম সমাবর্তন, কমিটি গঠন


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠান করার জন্য সমাবর্তনের স্থান, সময় ও পরিকল্পনাসহ আনুষঙ্গিক বিষয়াদি সুপারিশ করার লক্ষে আজ মঙ্গলবার একটি কমিটি গঠন করা হয়েছে।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমানকে আহ্বায়ক এবং প্রশাসন ও একাডেমিক এন্ড কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রারকে সদস্য সচিব করে উক্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন, রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব), ছাত্র-কল্যাণ পরিচালক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনের উপযুক্ত স্থান ও সময় নির্ধারণ; পরিকল্পনা প্রণয়ন এবং সমাবর্তনের আনুষঙ্গিক বিষয়াদি যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে নির্ধারণ করে উপাচার্য বরাবর সুপারিশ প্রদানের জন্য কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত সমাবর্তন হয়নি। সমাবর্তন বা কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সনদ প্রদান করছে বিশ্ববিদ্যালয়টি। গত ২০১৪ সালের ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে শিক্ষার্থীরা মূল সনদ নিতে পারবেন বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৫ সালে জাতীয় সংসদে এক আইন পাসের মাধ্যমে তৎকালীন জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত হওয়া জগন্নাথ কলেজের ২০০৩-০৪ এবং ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সনদ দেওয়ার সিদ্ধান্ত হয় সেই সময়। সে অনুযায়ী ২০০৩-০৪ এবং ২০০৪-০৫ বর্ষের সনাতন পদ্ধতির স্নাতকোত্তর উত্তীর্ণ ১৯২৭১ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সনদ পাবেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ২২৬৪, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ২১৯১, ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ১৬০৪, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ১৭৯৩, ২০০৯-১০ শিক্ষাবর্ষের ১৯৩৬, ২০১০-১১ শিক্ষাবর্ষের ১৮২৩, ২০১১-১২ শিক্ষাবর্ষের ১৫০৮ শিক্ষার্থী স্নাতক শেষ করেন। এ হিসাবে সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১