আপডেট : ১৮ September ২০১৮
হবিগঞ্জে পাচারকালে ১০ টাকা কেজির ৩২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। রোববার রাতে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশ। ওই রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুজন হচ্ছেন রিচি গ্রামের হাসু মিয়ার ছেলে নায়েব আলী (৩০) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাজ্জাক মিয়া (৪৫)। পুলিশ জানায়, হবিগঞ্জ-লাখাই সড়কে ব্যাটারিচালিত ইজিবাইকে সরকারি চাল পাচারের উদ্দেশ্যে শহরের দিকে নিয়ে যাওয়ার সময় কোর্ট স্টেশন ফাঁড়ির সামনে পৌঁছলে পুলিশ তাদের আটক করে চালসহ সদর থানায় নিয়ে যায়। চালগুলো বিক্রির জন্য তারা চৌধুরী বাজারের দিকে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায়। কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, রিচি ইউনিয়ন থেকে এসব সরকারি চাল তারা বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১