বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০১৮

জনগণের সেবাই আমার মূল লক্ষ্য : অ্যাডভোকেট মতিয়ার রহমান

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান সংগৃহীত ছবি


ভৌগোলিক কারণে লালমনিরহাট জেলা শহর থেকে অন্যান্য উপজেলা শহরের দূরত্ব বেশি। তাই এ জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছিল প্রধান অন্তরায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ১০০ কিলোমিটার মহাসড়ক সংস্কার ও রেল লাইন সংস্কার কাজ সম্পন্ন করেছে। ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য দ্বিতীয় ধরলা সেতু ও দ্বিতীয় তিস্তা সড়ক সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন। আমি জনগণের সেবার অঙ্গীকার নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। নিজে তদারকি করে জেলা পরিষদের ব্যবস্থাপনায় কয়েক বছরে বিনোদন পার্ক, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠানসহ কোটি কোটি টাকার জনহিতকর কাজ সম্পন্ন করেছি। জেলা পরিষদকে নতুন করে ঢেলে সাজিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের ধারাবাহিকতায় জেলা পরিষদের উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমি এই জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১