বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০১৮

প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোটা না রাখার সুপারিশ

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্করে আন্দোলনকারীরা পুরোনো ছবি


প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৯ম থেকে ১৩তম গ্রেডে চাকরির ক্ষেত্রে) সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার সুপারিশ করেছে কোটা পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের কমিটি।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের যে রায় আছে, তা কোটা সংস্কার বা বাতিলে কোনো প্রভাব ফেলবে না বলে আইন কর্মকর্তারা মত দিয়েছেন।

উল্লেখ, বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পদ্ধতি বহাল আছে। এ পদ্ধতির সংস্কারের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বৃহত্তর আন্দোলন গড়ে তোলে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা।  টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এপ্রিলে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন কোটাই থাকবে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১