আপডেট : ১৬ September ২০১৮
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার উচ্চ শিক্ষার প্রসারে একটি কৃষিসহ আরো ৭টি পাবলিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ করছে। ২০০৯ সাল থেকে বর্তমান মেয়াদ পর্যন্ত ১০টি পাবলিক ও ৪৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনা করার অনুমতি প্রদান করা হয়। আজ রোববার সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম নাহিদ আরো বলেন, উচ্চ শিক্ষা খাতে গবেষণার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করে ২০১৮-২০১৯ অর্থবছরে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে এসডিজিতে শিক্ষাকে মূল ভিত্তি হিসেবে বিবেচনা হিসেবে দেশে-বিদেশে শিক্ষকদের সবেতনে ফেলোশীপ প্রদান করা হচ্ছে। বেকার শিক্ষিত যুবকদের দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। কারিগরি শিক্ষার উন্নয়নের মাধ্যমে ২০২০ সালের মধ্যে শতকরা ২০ ভাগে উন্নত করার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, সরকার একটি দক্ষ ও যুগোপযোগী প্রতি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১