আপডেট : ১৬ September ২০১৮
ব্রাাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জ্বালানি মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। অপরদিকে, চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় গাঁজার গুদামের সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় পুলিশ সাত কার্টন ও এক ড্রাম গাঁজা উদ্ধার এবং এক নারীকে আটক করেছে। কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃণাল দেবনাথ জানান, গতকাল শনিবার সকাল ৭টার দিকে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে গাঁজাসহ তিন যুবককে আটক করা হয়। তারা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার মো. রিপন (২৪), কসবা উপজেলার জাকির হোসেন (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার গিয়াস (২২)। তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। মাদক কারবারিরা কৌশল হিসেবে মাইক্রোবাসে জ্বালানি মন্ত্রণালয়ের একটি স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অপরদিকে, কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার ২ কেজি গাঁজা ও ৭২ পিস ইয়াবাসহ সালাম ও গুরা মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর সিআরবি এলাকার একটি বস্তিতে মাদকের গুদামের তথ্য পায় পুলিশ। সে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি প্রকাশ ননাইয়্যা নামে এক মাদক ব্যবসায়ীর গুদাম থেকে সাত কার্টন ও একটি বড় ড্রামভর্তি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় ননাইয়্যার স্ত্রী নাজমা আক্তারকে (৩৫)। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১