বাংলাদেশের খবর

আপডেট : ১৫ September ২০১৮

হাজীগঞ্জে পালিত হচ্ছে বাংলাদেশের খবরের প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশের খবর পত্রিকার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- শাহরাস্তি) নির্বঅচনী এলাকর সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র‌্যালি ছবি : বাংলাদেশের খবর


চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বহুল প্রচারিত দৈনিক ‘বাংলাদেশের খবর’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহীকর্মকর্তা বৈশাখী বড়–য়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠিাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকার মাহবুবুল আলম চুন্নু, বর্তমান সভাপতি মুন্সী মো. মনির, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন প্রমূখ।

বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন আল আজাদের সার্বিক তত্ত্বাবধানে র‌্যালী ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ গাজী মোহন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বীসহ হাজীগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১