বাংলাদেশের খবর

আপডেট : ১৪ September ২০১৮

অপূর্ব-বাঁধনের ‘নীলিমার নীল’

‘নীলিমার নীল’ নাটকের একটি দৃশ্য সংগৃহীত ছবি


সময়ের দাবিতে বাস্তবতার নানা টানাপড়েনে ঠকে যাওয়া জীবনের নিবিড় বেদনাহত মুহূর্তে নীলিমা নতুন করে জেগে উঠতে চেয়েছে, মুখ তুলে তাকাতে চেয়েছে নীলের আলোতে। কিন্তু নীল? নীল দেখেছে বাবার কলিগের সঙ্গে মায়ের দ্বিতীয় বিয়ে। নীল কিছুতেই সংসারী হওয়ার কথা ভাবতে পারেনি। তাই তো এক সময় নীলিমাকে রেখে তার চলতে হয়েছে অন্য পথে। নীলিমা কি পেরেছে নীলের আলোতে তাকাতে? এভাবেই নাটকের গল্পটি বাঁক নিয়ে এগিয়ে যায় সামনের দিকে।

আলেয়া মিডিয়া প্রোডাকশন হাউজ প্রযোজিত এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নীলিমার নীল’। চিত্রা রহমানের ভাবনায় নাটকটির নাট্যরূপ দিয়েছেন সোআদ হোসেন কাব্য। পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, আজমেরী হক বাঁধন, রীনা খান, কাজী উজ্জ্বল, রীনা রহমান প্রমুখ। আজ রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১