বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০১৮

গণপরিবহনে চলাচল করবেন তারানা হালিম

গণপরিবহনে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম ছবি: ভিডিও থেকে নেওয়া


তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এখন থেকে গণপরিবহনে চেপে মন্ত্রণালয়ে আসা-যাওয়া করবেন বলে তার দফতর থেকে জানানো হয়েছে। আজ বুধবার তারানা হালিম সচিবালয় থেকে বেরিয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে লোকাল বাসে করে গুলশানের বাসায় যান।এরপর তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এ কথা জানান।

এনায়েত বলেন, ‘আজ দুপুরে অফিস শেষে জিপিও মোড় থেকে ছয় নম্বর বাসে করে গুলশানের বাসভবনে গিয়েছেন প্রতিমন্ত্রী।’

সাড়ে ১২টায় রওনা দিয়ে ২টার দিকে প্রতিমন্ত্রী গুলশানের তার বাসায় পৌঁছান বলে জানা গেছে।

এনায়েত বলেন, ‘এখন থেকে তিনি (তারানা হালিম) নিয়মিত পাবলিক বাসে অফিসে আসা-যাওয়া করবেন।’

এর আগে সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তারানা সাংবাদিকদের বলেন, ‘চিন্তা করেছি পাবলিক বাসে চলাচল করব। পাঠাও-উবার নয়, সাধারণ বাসে অফিসে যাওয়া-আসা করব।’ এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা উঠাতে যদি তারা (বাসচালক) সচেতন হয়।’

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর সড়কে আইন মানায় নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তবে সবাই সচেতন না হলে শৃঙ্খলা ফিরবে না বলে সব তরফ থেকেই বলা হচ্ছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১