বাংলাদেশের খবর

আপডেট : ১২ September ২০১৮

ফতুল্লায় টায়ার কারখানায় আগুন

টায়ার কারখানায় আগুন প্রতীকী ছবি


নারায়ণগঞ্জের ফতুল্লায় ধাপি ইদরাকপুরে ইস্ট এশিয়ান ইস্কট লিমিটেড নামে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে। ফতুল্লার থানার ওসি মঞ্জুর কাদের খবরটি নিশ্চিত করেন।

বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফয়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দেড় ঘণ্টা ধরে আগুন জ্বলছে। ক্যামিকেল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

মন্ডল পাড়া, হাজিগঞ্জ ও নারায়ণগঞ্জের শ্যামপুরের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নি তারা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

ফতুল্লার ওসি মঞ্জুর কাদের বলেছেন, ঘটনাস্খল থেকে লোকজন সরিয়ে দেওয়া হয়েছে। সিপু মার্কেট এলাকার সড়ক বন্ধ রাখা হয়েছে। ক্যামিকেল গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১