আপডেট : ১১ September ২০১৮
প্রকাশিত হয়েছে ‘তারই অপেক্ষায়’ নাটকের আলোচিত গান ‘মাওলা’। গানটির কথা লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী সালেহীন। তৌসিফ ও টয়া অভিনীত ‘তারই অপেক্ষায়’ নাটকটি এরই মধ্যে ইউটিউবে দারুণ সাড়া ফেলেছে। নাটকে তৌসিফের মানসিক ভারসাম্যহীনতার ভিন্ন লুক দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ‘মাওলা’ গানটি প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। মিঠু মনিরের চিত্রগ্রহণে ভিডিওটির সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন মোহন আহমেদ। লোকাল বাস এন্টারটেইনমেন্টের নির্মাণে ভিডিওটির এজেন্সি ছিল ফ্যাক্টর থ্রি সল্যুশন্স। নতুন গান প্রসঙ্গে সালেহীন বলেন, ‘এটি আমার প্রথম মৌলিক গান। লায়নিকের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। গানটি নাটকে ব্যবহূত হওয়ার পর থেকেই আশাতীত সাড়া পেয়েছি। আশা করছি শ্রোতারা ঠকবেন না।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১