আপডেট : ০৯ September ২০১৮
আলাল ও দুলাল। অতি চালাক দুই বন্ধু। তারা নিজেদের খুব চালাক মনে করলেও তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় তারা আসলে অতি বোকা। এরা হচ্ছে আদু ভাইয়ের আধুনিক সংস্করণ। এক দিন আলাল ও দুলাল ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। ব্যবসায়িক কোনো জ্ঞান না থাকলেও তারা একটি দোকান শুরু করে। প্রতিযোগিতা করে কম মূল্যে পণ্য বিক্রি করতে গিয়ে শেষ হয়ে যায় তাদের পুঁজি। এরপর ঘটতে থাকে মজার সব ঘটনা। এমনটাই দেখা যাবে ‘নানা রঙের মানুষ’ শিরোনামের ধারাবাহিক নাটকে। ধারাবাহিকটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া, নিলয়, শ্যামল মওলা, অর্ষা, শবনম পারভীনসহ অনেকে। এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিকটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১