বাংলাদেশের খবর

আপডেট : ০৯ September ২০১৮

অপেক্ষায় আইরিন

চিত্রনায়িকা আইরিন সুলতানা সংগৃহীত ছবি


ঢাকাই ছবির পরিচিত মুখ আইরিন সুলতানা। সম্প্রতি চিত্রায়ণ শেষ করে মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরেছেন তিনি। হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইরিন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুমিত সেন। ছবিটি নির্মিত হচ্ছে স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে।

ছবিটির গল্প সম্পর্কে আইরিন বাংলাদেশের খবরকে বলেন, ‘ষাটের দশকের প্রেক্ষাপট নিয়ে ছবির গল্প। ছবিতে আমার নাম পদ্মা। গ্রামের খুবই চঞ্চল স্বভাবের মেয়ে এই পদ্মা। সবাইকে খুব উপকার করে পদ্মা। যার কারণে তাকে গ্রামের মানুষ খুব ভালোবাসে। পদ্মাও পুরো গ্রাম চষে বেড়ায়। বাকিটা দর্শক হলে গিয়ে দেখবেন।’

চলতি বছরের মার্চে শুরু হয়েছিল ছবির চিত্রায়ণ। এরই মধ্যে ছবির চিত্রায়ণ প্রায় শেষ। বাকি আছে দুটি গানের চিত্রায়ণ। জানিয়ে আইরিন আরো বলেন, ‘ছবির ডাবিং শুরু হয়ে যাবে এরই মধ্যে। আমি অপেক্ষায় আছি। আশা করছি খুব ভালো একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আইরিনের অভিনীত বেশ কয়েকটি ছবি। সেগুলো হলো- বুলবুল জিলানীর ‘রৌদ্র্র ছায়া’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাইফ চন্দনের ‘টার্গেট’। অনন্য মামুন পরিচালিত ‘আহারে জীবন’ ছবির প্রথম লটের কাজ শেষ করেছেন আইরিন। শিগগিরই দ্বিতীয় লটের কাজ শুরু করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১