বাংলাদেশের খবর

আপডেট : ০৭ September ২০১৮

একক নাটক ‘থ্রি স্টুপিড’

‘থ্রি স্টুপিড’ - নাটকের একটি দৃশ্য সংগৃহীত ছবি


ঢাকার বাইরে বেড়াতে যায় তিন বোকা বন্ধু। সেখানে গিয়ে দেখা পায় এক সুন্দরী অটো ড্রাইভারের। তিনজনই পছন্দ করে বসে ড্রাইভারকে। তিনজনই চায় প্রেম নিবেদন করতে। কিন্তু প্রেম নিবেদনের আগেই তিন বন্ধুর সর্বস্ব নিয়ে হাওয়া হয়ে যায় তরুণীটি। তিন বন্ধুর সাহায্যে এগিয়ে আসে লেডি ইন্সপেক্টর। পাবে কি তারা তাদের জিনিসপত্র আর স্বপ্নকন্যাকে?

এমনই গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘থ্রি স্টুপিড’। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনা করেছেন ফরিদুল হাসান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, অহনা, সানজিতা তন্ময়, প্রাণ রয় ও জামিল আহমেদ। আজ রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১