বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০১৮

পুড়ে গেল ২০০ বছরের পুরনো জাদুঘর

ব্রাজিলে আগুনে পুড়ে গেছে ২০০ বছরের পুরনো ন্যাশনাল মিউজিয়াম ছবি : ইন্টারনেট


ব্রাজিলের রিও ডি জেনিরোতে আগুনে পুড়ে গেছে ২০০ বছরের পুরনো ন্যাশনাল মিউজিয়াম। অগ্নিকাণ্ডের জন্য জাদুঘরের তহবিল কাটছাঁটের কারণ এবং দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনের ব্যবস্থাপনাকেই দায়ী করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার রাতের অগ্নিকাণ্ডে তার বেশিরভাগই পুড়ে গেছে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিবিসির।

 

 

বিবিসি জানায়, রোববার এই অগ্নিকাণ্ডে রিও ডি জেনিরোতে নয় পুরো ল্যাটিন আমেরিকার বৃহৎ একটি জাদুঘরে নৃতাত্ত্বিক ও প্রাকৃতিক ইতিহাস সংরক্ষণের ভাণ্ডারের বড় ধরণের ক্ষতি হয়েছে।

ব্রাজিলে আগুনে পুড়া ২০০ বছরের পুরনো ন্যাশনাল মিউজিয়ামের ধ্বংসাবশেষ

 

২ কোটির অধিক জাদুঘরের ন্যাচারাল হিস্ট্রি কালেকশনের মধ্যে ছিল ডাইনোসরের হাড় এবং ১২ হাজার বছর আগের এক মানুষের মাথার খুলি।

জাদুঘরের কর্মকর্তা বলছে, বহু বছর ধরেই বিশেষজ্ঞরা ভবনটিকে গুরতর অগ্নি ঝুঁকির জন্য সর্তক করে আসছিল। জরাজীর্ণ ভবনটি অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।

ধারণা করা হচ্ছে, জাদুঘর বন্ধ হওয়ার পর আগুন লাগে এবং তা পুরো ভবনে ছড়িয়ে পরে। তবে তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি।

জাদুঘরটির প্রতি অবহেলাই আগুন লাগার জন্য দ্বায়ি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে জাদুঘরের ভবনটি সংস্কারের জন্য কিছুদিন আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিএনডিইএসের সঙ্গে একটা সমঝোতা স্মারক সই করা হয়েছিলো। সেখানে অগ্নিনির্বাপনী ব্যবস্থাও নতুন করে সাজানোর পরিকল্পনায় রাখা হয়েছিল। কিন্তু তার আগেই ঘটল অঘটন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১