বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০১৮

বিব্রত কাজী হায়াৎ

ঢাকাই ছবির নির্মাতা কাজী হায়াৎ


ফেসবুকে ভুয়া আইডির কারণে বেশ ব্রিবত বোধ করছেন ঢাকাই ছবির নির্মাতা কাজী হায়াৎ। এমনটাই জানিয়েছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। গতকাল নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি।

কাজী মারুফ বলেন, ‘বাবার নামে একটি ফেসবুক আইডি বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে। আইডিটি থেকে নিয়মিত পোস্ট করা হচ্ছে। আসলে এটা ভুয়া আইডি। বাবার কোনো ফেসবুক আইডি নেই। এটা দেখে তিনি বিব্রত হচ্ছেন।’ খোঁজ নিয়ে জানা গেছে, কাজী হায়াতের ফেসবুক আইডিটি অনুসরণ করছে অনেক ভক্ত। চিত্রাঙ্গনের অনেকেই যুক্ত আছেন আইডিটির সঙ্গে। আবার অনেকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠানো হয়েছে।

কাজী হায়াৎ ঢাকাই ছবির স্বনামধন্য পরিচালক। পাশাপাশি তিনি একজন প্রযোজক, অভিনেতা ও লেখক। সর্বশেষ ‘ছিন্নমূল’ ছবিটি নির্মাণ করেছিলেন তিনি। ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন কাজী মারুফ ও অরিন। ‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’সহ অর্ধশত ছবি নির্মাণ করেছেন কাজী হায়াৎ। কাজের স্বীকৃতি হিসেবে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১