আপডেট : ০৪ September ২০১৮
নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কের ক্লিকমোড়ে বাস-লেগুনা সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে দেখা গেছে, লেগুনাচালক বেপরোয়া গতিতে লেগুনা চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে প্রতিবেদনটি জমা দেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান। ৮ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার মূল কারণ উল্লেখ করা ছাড়াও সড়ক দুর্ঘটনা রোধে ১২টি সুপারিশ তুলে ধরা হয়েছে। এ সময় কমিটির অন্য দুই সদস্য বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ ও বিআরটিএ’র সহকারী পরিচালক সাইদুর রহমান উপস্থিত ছিলেন। গত ২৫ আগস্ট ওই দুর্ঘটনার পর পরই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১