আপডেট : ০৩ September ২০১৮
র্যাবের পৃথক অভিযানে ১৪ কেজি অবৈধ সোনাসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে আজ ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি অভিযানিক দল রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনা এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন সময়ে আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে কোমরে রক্ষিত প্যান্টের গোপন পকেট থেকে ৬০টি সোনার বারসহ চোরাচালান চক্রের ৩ সক্রিয় সদস্য মো. জামাল হোসেন (২২), মো. তানভীর আহম্মেদ (২৫) ও মো. রাজু হোসেনকে (২৩) আটক করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে একই রুটে গ্রীন লাইন পরিবহনের আরেকটি বাসে তল্লাশী করে ৬০টি সোনার বারসহ স্বর্ণ চোরাচালান চক্রের আরও ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মো. আবুল হাসান (৩৫), মো. রাজু আহম্মেদ (৩০) ও মো. আলাউদ্দিন (৩২)। উদ্ধারকৃত প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। এ হিসেবে ১২০টি স্বর্ণের বারের ওজন প্রায় ১৪ কেজি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালানের সাথে সক্রিয়ভাবে জড়িত। চোরাচালানের মাধ্যমে আনা সোনার বার তারা দেশের সীমান্ত দিয়ে পাশ্ববর্তী দেশে পাচার করে আসছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১