বাংলাদেশের খবর

আপডেট : ০৩ September ২০১৮

শিগগিরই ‘রক্তমুখী নীলা’

অভিনেত্রী ইয়ামিন হক ববি সংগৃহীত ছবি


ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা ইয়ামিন হক ববি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে ‘নোলক’ ছবির চিত্রায়ণে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। হূদয় খান ও আনিকার গাওয়া রোমান্টিক গানে শাকিব খানের সঙ্গে চিত্রায়ণ শেষ করেছেন তিনি। ছবিতে মিষ্টি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ববি।

এদিকে জয়দীপ মুখার্জি পরিচালিত ‘রক্তমুখী নীলা’ নামের একটি ভারতীয় ছবিতে অভিনয় করার কথা রয়েছে ববির। ছবিটি নির্মিত হবে অমলাদিত্য ফিল্মসের ব্যানারে। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন সব্যসাচী মিশ্রা। ছবিটি সম্পর্কে ববি বলেন, ‘সামনে ছবিটির কাজ করব। ভারতের বিভিন্ন জায়গায় চিত্রায়ণ হবে। বড় বাজেটের ছবি হবে এটি। বাংলা, হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করার কথা আছে।’

নির্মাতা, চরিত্র, নাকি গল্প— আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? উত্তরে ববি বলেন, ‘সবগুলোই গুরুত্বপূর্ণ। কারণ সিনেমা এমন একটা জায়গা যেখানে সবগুলোই দরকার। একটা দিকও বাদ দিয়ে কাজ করা যায় না। বাদ দিয়ে কাজ করলে ভুল তো থেকেই যায়। তাই সব কিছুই গুরুত্বপূর্ণ।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১