আপডেট : ০২ September ২০১৮
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী আজ। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করবে।জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা চলাকালে যানজট এড়াতে কিছু রুট পরিহারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কয়েকটি নির্দেশনা জারি করেছে। জন্মাষ্টমী উপলক্ষে প্রধান শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলাকালে যানজট এড়াতে এসব এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের আজ দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কয়েকটি রুট পরিহারের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি । শোভাযাত্রার রুটগুলো হচ্ছে- ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে পলাশী বাজার মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্ত্বর-হাইকোর্ট বটতলা-সরকারী কর্মচারী হাসপাতাল-ফিনিক্স রোড (পুলিশ হেডকোয়ার্টার্স এর সামনে)-গোলাপশাহ্ মাজার- বঙ্গবন্ধু স্কোয়ার-গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে-বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত। শোভাযাত্রা চলাকালে নগরবাসীকে বিকল্প সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করেছে ডিএমপি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১