বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০১৮

ঢাকায় বাণিজ্যিক উইং খুলছে মার্কিন দূতাবাস


প্রথমবারের মতো ঢাকায় বাণিজ্যিক উইং খুলতে যাচ্ছে মার্কিন দূতাবাস। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালক জেমস গোলসেনের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তোফায়েল আহমেদ বলেন, আমরা দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা করেছি। ১৯৭২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক। এখন আমরা সবচেয়ে বেশি পণ্য রফতানি করি যুক্তরাষ্ট্রে। গত অর্থবছর ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রে ৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার রফতানি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনই আমাদের রফতানির পরিমাণ বাড়ছে। এটা নিয়ে তারা আমার সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। যুক্তরাষ্ট্রের দূতাবাসে বাণিজ্যিক উইং চালু হচ্ছে। এটা হলে আমাদের ব্যবসা-বাণিজ্যের জন্য ভালো হবে। তিনি এ সময় এফটিএ (ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট) এবং জিএসপি সুবিধা নিয়েও কথা বলেন।

জেমস গোলসেন বলেন, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু। এদেশের সঙ্গে আমরা বিভিন্ন বিষয়ে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। মার্কিন দূতাবাসে কমার্শিয়াল উইং খোলার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১