বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০১৮

একজন সঙ্গে ছিল

অভিনেত্রী অপর্ণা ঘোষ সংগৃহীত ছবি


আকবর সাহেবের একমাত্র মেয়ে মিরার পুরো পৃথিবী শুভ্রকে ঘিরে। প্রতিদিন সকালে উঠে ব্রেকফাস্ট না করেই বাসার ছাদে চলে যায় শুভ্রর সঙ্গে দেখা করতে। এরপর দুপুর নাগাদ চলে তাদের গল্প। পরে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকালের দিকে ঘুরতে বের হয় দুজন। শুভ্রর সঙ্গে সম্পর্কের শুরুতে প্রথম শর্তই ছিল শুভ্র মিরাকে পুরো শহর ঘুরে দেখাবে। ভার্সিটির শেষ বর্ষে শুভ্রর সঙ্গে সম্পর্ক হয় মিরার। বাবা-মায়ের বাধ্যগত মেয়ে মিরা সম্পর্কের শুরুতেই মাকে জানায় সবকিছু। শুভ্রর আর্থিক অবস্থা অসচ্ছল হওয়ায় বাবা-মা রাজি হন না। এক সময় রাহেলা বেগম বাধ্য হয়ে মেয়ে মিরাকে ঘরে আটকে রাখেন। ঘরে দম বন্ধ হয়ে আসায় বাধ্য হয়ে কাউকে কিছু না বলে একদিন শুভ্রর সঙ্গে বের হয় মিরা। সারাদিন ঘোরাঘুরি শেষে বাসায় আসার পথে ওদের রিকশাকে চাপা দেয় একটি ট্রাক।

কিন্তু কি হয় শেষ পর্যন্ত? কোন দিকে যায় মিরার অনুভূতি? এই নিয়েই ‘একজন সঙ্গে ছিল’ নাটকের গল্প। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সজিব খান। এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, অপর্ণা ঘোষ, অবাক রায়হানসহ অনেকে। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১