বাংলাদেশের খবর

আপডেট : ৩১ August ২০১৮

ওয়েব সিরিজে পাওলি দাম

অভিনেত্রী পাওলি দাম ছবি : ইন্টারনেট


এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন অভিনেত্রী পাওলি দাম। গত ২২ আগস্ট থেকে ওয়েব সিরিজের চিত্রায়ণে অংশ নিয়েছেন পাওলি। এমন খবরই রটে গেছে টালিগঞ্জের অলিগলিতে। কলকাতার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ওয়েব সিরিজেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। এতে তার বিপরীতে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

তবে ওয়েব সিরিজটির ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পাওলি দাম। এমনকি সিরিজটির প্রযোজকরাও এ ব্যাপারে গণমাধ্যমকে কিছু বলছেন না। জানা গেছে, ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে রোড শো মুভিজ। প্রযোজক হিসেবে আছেন অরিত্র সেন ও পরমব্রত চট্টোপাধ্যায়। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন ‘ক্ষ্যাপা’ ওয়েব সিরিজের পরিচালক কোরক মুখোপাধ্যায়।

গণমাধ্যম সূত্রে আরো জানা গেছে, কলকাতার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হবে ওয়েব সিরিজটি। চিত্রায়ণ চলবে টানা বেশ কিছুদিন। চিত্রায়ণ শেষে হয়তো এটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এমনটাই মনে করছেন অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১