আপডেট : ৩০ August ২০১৮
চাহিদা বাড়লেও জ্বালানি তেল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বেশ কিছু দেশে। ফলস্বরূপ বছরের শেষ দিকে সরবরাহ ঘাটতিতে পড়তে পারে তেলের বৈশ্বিক বাজার। গতকাল বুধবার ভারতের তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা জানান আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতি বিরল। আইইএ প্রধান জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকের তেলের বাজার নিয়ে কিছু উদ্বেগ আছে। আর এটা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন ভারতসহ অন্য শীর্ষ তেল আমদানিকারক দেশগুলোর। তিনি আরো বলেন, চাহিদা বাড়ার কারণেই সরবরাহ ঘাটতি তৈরি হবে বাজারে। এছাড়া ভেনিজুয়েলায় উত্তরোত্তর পণ্যটির উৎপাদন কমে যাওয়াই এখন সবচেয়ে বড় সমস্যা। গত দুই বছরে দেশটিতে তেল উৎপাদন নেমেছে অর্ধেকে। তবে শুধু ভেনিজুয়েলা নয়, তেল উৎপাদনে দুর্বলতা রয়েছে মধ্যপ্রাচ্যসহ অন্য দেশগুলোয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১