বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০১৮

মূলধন ঘাটতিতে সমতা লেদার

এতদিনেও সাভারের হেমায়েতপুরে কারখানা স্থানান্তর সম্পন্ন করা যায়নি সংগৃহীত ছবি


মূলধন ঘাটতিতে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার। এজন্য কোম্পানিটি সাভারের হেমায়েতপুরে কারখানা স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করতে পারেছে না। এরপরও কোম্পানির শেয়ার দর বাড়ছে। সম্প্রতি অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে। গতকাল ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানায়, মূলধন ঘাটতির কারণে কোম্পানির আর্থিক অবস্থার উন্নতি ঘটানো যাচ্ছে না। এতদিনেও সাভারের হেমায়েতপুরে কারখানা স্থানান্তর সম্পন্ন করা যায়নি। এরই মধ্যে কোম্পানির শেয়ার দর এমন বাড়ার কোনো তথ্যও তাদের কাছে নেই। গত ২৭ আগস্ট এই অস্বাভাবিক দর বাড়ার কারণ জানাতে কোম্পানিকে নোটিশ দেয় ডিএসই।

বিশ্লেষণে দেখা গেছে, টানা চার কার্যদিবস ধরে শেয়ারটির দর অস্বাভাবিকভাবে বাড়ছে, যার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। চার কার্যদিবস আগে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩৬ টাকা ৯০ পয়সায়। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দাঁড়ায় ৪৯ টাকা ৮০ পয়সায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১