আপডেট : ২৯ August ২০১৮
সঙ্গীত শিল্পীদের জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে ‘আরটিভি মিউজিক’। বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রয়াস নিয়েই এগিয়ে যাচ্ছে মিউজিক চ্যানেলটি। সেই প্রয়াস অব্যাহত রেখে সম্প্রতি তাদের ইউটিউবে মুক্তি দিয়েছে দিলশাদ নাহার কণার নতুন মিউজিক ভিডিও ‘স্বপ্ন’। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। গানের কোরিওগ্রাফি করেছেন রিদি শেখ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহ আমীর খসরু। মিউজিক ভিডিও সম্পর্কে নির্মাতা বলেন, ‘আমরা সবাই মিলে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছি। শওকত আলী ইমনের সুর ও সঙ্গীতে কণার কণ্ঠে গানটি অন্যরকম মাত্রা পেয়েছে। এটির মডেল ও কোরিওগ্রাফার রিদি শেখ আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন। সব মিলিয়ে মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে আশা করছি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১