বাংলাদেশের খবর

আপডেট : ২৯ August ২০১৮

মুখ খুলেছেন কারিনা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ছবি : ইন্টারনেট


আর কে স্টুডিও। প্রায় ৭০ বছর আগে এটি নির্মাণ করেছিলেন রাজ কাপুর। নতুন খবর- পুরনো এ স্টুডিওটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাপুর পরিবার। ভারতীয় একাধিক গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ঋষি কাপুর। ঋষি কাপুর বলেন, ‘পরিবারের সদস্যরা মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

ঋষি কাপুরের পর এবার আর কে স্টুডিও নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর। সম্প্রতি একটি ফ্যাশন অনুষ্ঠানে তিনি এ নিয়ে কথা বলেন। কারিনা বলেন, ‘ছোটবেলায় ওই করিডোরে অনেক সময় কাটিয়েছি। এটা বিক্রি করে দেওয়ার বিষয়ে আমি এখনো নিশ্চিত কিছু জানি না। তবে এটা আমার জন্য খুবই দুঃখের বিষয় হবে, যদি এটা বিক্রি করে দেওয়া হয়। খুব সম্ভবত পরিবারের সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পুরো ব্যাপারটা আমার বাবা ও তার ভাইয়েরা ভালো জানেন।’

১৯৪৮ সালে ‘আগ’ ছবির মাধ্যমে পথচলা শুরু হয় আর কে স্টুডিওর। বলিউডের অসংখ্য পরিচিত ছবির সঙ্গে জড়িয়ে আছে এ স্টুডিওর নাম। বরসাত, আওয়ারা, শ্রীমতী ৪২০, সঙ্গম, সত্যম শিবম সুন্দরম, হেনা, প্রেম রোগ, রাম তেরি গঙ্গা মেয়লি, আ আব লট চলেসহ একাধিক ছবির কাজ হয়েছিল এখানে। ২০১৭ সালে আগুন ধরে গেলে বন্ধ হয়ে যায় স্টুডিওটি। তারপরই এটি বিক্রির বিষয়ে চিন্তাভাবনা শুরু করে কাপুর পরিবার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১