বাংলাদেশের খবর

আপডেট : ২৮ August ২০১৮

সরকারি হলো ১২ মাধ্যমিক বিদ্যালয়


দেশের আরও ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিদ্যালয়গুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ, কালাই এমইউ উচ্চবিদ্যালয়, আক্কেলপুর এফইউ পাইলট উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জের ভৈরব কেবি পাইলট মডেল হাইস্কুল, ইটনার মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী জিসি পাইলট মডেল উচ্চবিদ্যালয়, হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর পুঠিয়া পিএন উচ্চবিদ্যালয়, বগুড়ার সোনাতলা মডেল উচ্চবিদ্যালয়, শরীয়তপুরের ডামুড্যা মুসলিম উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চবিদ্যালয় এবং নড়াইলের কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না। যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজকে সরকারি করার সিদ্ধান্তের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান সরকারি করা হলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১