আপডেট : ২৭ August ২০১৮
আগের সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানো ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে লিভারপুল জিতেছে মোহামেদ সালাহর একমাত্র গোলে। ১-০ গোলে টানা তৃতীয় জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। ম্যানইউকে হারানোর আমেজ নিয়ে অ্যানফিল্ডে লিভারপুলের সামনেও গোছালো ছিল ব্রাইটন। রক্ষণে সংগঠিত থেকে ইয়ুর্গেন ক্লপের আক্রমণভাগকে কয়েকবার ব্যর্থ করেছে তারা। দারুণ শুরুর চেষ্টা করেছিল লিভারপুল। ব্রাইটনের অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাথু রায়ান তাদের হতাশ করেছেন। ১৫ মিনিটে ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের ফ্রি কিক ক্রসবারে আঘাত করার পর রবার্তো ফিরমিনোর হেড রুখে দেন তিনি। ম্যাচের ব্রেক থ্রু আসে ২৩ মিনিটে। ইয়েভেস বিসোমার কাছ থেকে বল কেড়ে নেন জেমস মিলনার। তারপর সাদিও মানে ও ফিরমিনো নিজেদের মধ্যে পাস বিনিময় করেন, তাতে বল পান সালাহ। এরপর নিখুঁত ফিনিশিংয়ে তিন ম্যাচে দ্বিতীয় গোলটি করেন মিসরীয় ফরোয়ার্ড। তারপর থেকে ব্রাইটনের গোছালো ফরমেশন লিভারপুলের সুযোগ তৈরিতে বাধা দিয়ে গেছে। শেষ মুহূর্তে গিয়ে তারা সুযোগ পেয়েছিল। ৮৮ মিনিটে প্যাসকাল গ্রসের হেড লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার দারুণ সেভ করলে সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১