বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০১৮

পকেটে ইয়াবা দিয়ে আটকের চেষ্টা

সরিষাবাড়ীতে চার পুলিশকে গণধোলাই

চার পুলিশ সদস্যকে গণধোলাইয় প্রতীকী ছবি


জামালপুরের সরিষাবাড়ীতে কিশোরের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে মাদক ব্যবসায়ী সাজিয়ে আটকের চেষ্টায় চার পুলিশ সদস্য গণধোলাইয়ের শিকার হয়েছে। পরে ওই চার পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। গত শনিবার রাতে সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সরিষাবাড়ী থানার এসআই আমিনুর রহমান, এসআই আবু সামা, এসআই আরিফ ও এসআই মোস্তফা গত শনিবার রাত ৯টার দিকে সাদা পোশাকে কোনাবাড়ী গ্রামের হাবুর মোড়ে অভিযান চালায়। সেখানে তারা মোস্তফার দোকানের সামনে বসে থাকা মামুন মিয়া নামে এক কিশোরকে ধরে তার পকেটে কয়েকটি ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দেয়। পরে তাকে হাতকড়া পরিয়ে আটক করার চেষ্টা করলে স্থানীয়রা চ্যালেঞ্জ করে। পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদকারী দোকানদার মোস্তফা ও আরো দুই কিশোরকে মারধর করে হাতকড়া পরায় এবং থানায় নিতে থাকে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চার পুলিশকে প্রায় ঘণ্টাব্যাপী আটক রেখে গণধোলাই দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, ‘ভুল তথ্যে অভিযানে গিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে একটু সমস্যা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১