আপডেট : ২৫ August ২০১৮
মাগুরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাগুরা সদর থানার ভাবনহাটি গ্রামের শিবা ও যশোরের বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর কামাল মোল্লা। শুক্রবার দিবাগত রাতে শহরের লাউপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে শহরে ডাকাতি গেলে পুলিশের সঙ্গে ডাকাতদের এ ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১